amar seba

আমার সেবা

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বর্তমান সরকার এই দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশও এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে নানান ধরণের প্রকল্প হাতে নিয়েছেন। সাধারণ মানুষের দৈনন্দিন অনেক সেবার প্রয়োজন হয় কিন্তু সব ধরণের সেবা সব জায়গায় সঠিক সময়ে পাওয়া যায়না। আবার দেখা যায় কিছু কিছু স্থানে সেবামূল্য নিচ্ছে নিজেদের ইচ্ছে অনুযায়ী। সাধারণ মানুষ নিয়মিত কিছু সেবা নেয়ার জন্য যে সকল সমস্যার সম্মুখিন হচ্ছে তা আমরা নিজের চোখে দেখে অনুধাবন করে সমাধান দেয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্ঠা থেকেই সাতকানিয়া কমিউনিটি ই-সেন্টার থেকে স্টার্টআপ “আমার সেবা” এর যাত্রা শুরু। এটি বাস্তবায়নে সহযোগীতা করে যাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ১২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি ভবন, ঢাকা এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও যাতায়াত তিনটিই সাশ্রয় হচ্ছে। এই স্টার্টআপটির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ করে দিচ্ছে। এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ও ৩য় পক্ষের সেবা সরবরাহ করছি। এই স্টার্টআপ এর সেবা সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌছে দেয়ার জন্য দেশের প্রতিটি উপজেলা ও থানায় স্থাপন করা হচ্ছে ১টি করে “আমার সেবা সেন্টার”। ৮ টি সেবা দিয়ে এর যাত্রা শুরু হলেও এখন আমরা মোট ৪০ টি সেবা দিয়ে যাচ্ছি এই স্টার্টআপ এর মাধ্যমে। গত ১৩ নভেম্বর ২০২৩ খ্রি: তারিখে “ধরলা আমার সেবা লিমিটেড” নামে স্টার্টআপটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধন করা হয়।

ট্রেড লাইসেন্স নাম্বার: TRAD/DSCC/019607/2023, মেয়াদ: ২০২৩-২০২৪, লাইসেন্স কর্তৃপক্ষ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আমাদের সহযোগীতা দিয়ে যাচ্ছেন

সাতকানিয়া উপজেলা প্রশাসন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

বাংলাদেশ নির্বাচন কমিশন

যেসকল প্রতিষ্ঠান আমাদের অনুমোদন দিয়েছেন

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর

জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

BTRC

কোম্পানীর সনদ সমূহ

আমরা যাদের সদস্য

e-Commerce Association of BD

আমাদের বিজনেস পার্টনার

রবি

এয়ারটেল

টেলিটক

গ্রামীণফোন

যোগাযোগের ঠিকানা

হেড অফিস

২০২ ইউটিডিসি ভবন (২য় তলা), উপজেলা কমপ্লেক্স, সাতকানিয়া, চট্টগ্রাম-৪৩৮৬

রেজিস্টার্ট অফিস

২৪-২৫, দিলখুশা বা/এ, (৪র্থ তলা), সাধারণ বীমা সদন, মতিঝিল, ঢাকা-১০০০

কর্পোরেট অফিস

আরাসান, বাড়ি# বি-১৭৯, (৫ম তলা), রোড# ২৩, মহাখালি ডিওএইসএস, ঢাকা-১২০৬